রাজশাহীতে আরএমপি’র কমিশনারের উদ্যোগে স্থায়ী ফ্রি মাস্ক বুথের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে বৈশ্বিক এই মহামারিতে সর্ব সাধারণের জন্য স্থায়ী ফ্রি মাস্ক বুথের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় স্থায়ী ফ্রি মাস্ক বুথের উদ্বোধন করেন, আরএমপি’র কমিশনার আবু কালাম সিদ্দিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল আরিফসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

বুথ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, চলার পথে মাস্কের প্রয়োজন হলে বা বাড়ী হতে মাস্ক নিয়ে বের হতে ভুলে গেলে কিংবা ব্যবহৃত মাস্ক নষ্ট হয়ে গেলে এই কেন্দ্র থেকে বিনা মূল্যে মাস্ক সংগ্রহ করতে পারবেন।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে নিজে মাস্ক পরিধান করুন এবং অন্যকে মাস্ক পরিধানে অনুপ্রাণিত করুন। সেইসাথে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করার জন্য নগরবাসীর প্রতি আহ্ববান জানান।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সৃষ্ট পরিস্থিতিতে পুলিশ কমিশনারের উদ্যোগে রাজশাহী মহানগরীতে প্রথম থেকেই কর্মহীন, অসহায় দুঃস্থ, প্রতিবন্ধীসহ বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ সামগ্রী ও মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনা মূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে।