অনলাইন ডেস্ক: এক লাখ দর্শক ধারণ ক্ষমতার আরো একটি স্টেডিয়াম বানাবে ভারত
মুম্বাইয়ে বর্তমানে তিনটি ক্রিকেট স্টেডিয়াম আছে। ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিলের পর আরও একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। যেখানে ১ লক্ষ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারেবেন।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ৬৮ কিলোমিটার দূরে তৈরি হবে এই স্টেডিয়াম। ইতোমধ্যেই ৫০ একর জমি চিহ্নিত করে ফেলেছে মুম্বাই ক্রিকেট সংস্থা। সেই জমি অধিগ্রহণ করার জন্য দরপত্র দিয়েছে মহারাষ্ট্রের রাজ্য সড়ক উন্নয়ন সংস্থা। মহারাষ্ট্র সরকার অনুমতি দিলেই কাজ শুরু হবে বলে জানিয়েছে তারা।
টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা দেয়া হয়। সেই দিন মুম্বাইবাসীর উৎসাহ দেখে শিবসেনা প্রধান আদিত্য ঠাকুর বলেছিলেন, এবার থেকে সব বিশ্বকাপের ফাইনাল মুম্বাইয়ে হোক।
গত মাসে মুম্বাই ক্রিকেট সংস্থার সভাপতি অমোল মারা গেছেন। এই স্টেডিয়াম তার স্বপ্ন ছিল। তাই ক্রিকেট সংস্থা তা পূরণ করার পরিকল্পনা নিয়েছে। মহারাষ্ট্রের বিধানসভায় মুম্বাইয়ের ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানান, মুম্বাইয়ে একটি বড় স্টেডিয়াম দরকার। তিনি এই স্টেডিয়ামের কথাই বলেছিলেন বলে জানানো হয়েছে রিপোর্টে।
মুম্বাইয়ে এখন যে তিনটি স্টেডিয়াম রয়েছে তার মধ্যে কোথাও ৫০ হাজার দর্শকও বসতে পারেন না। ওয়াংখেড়েতে ৩৩ হাজার, ব্র্যাবোর্ন ২০ হাজার ও ডিওয়াই পাতিলে ৪৫ হাজার দর্শক ধরে। এই নতুন স্টেডিয়ামে ১ লক্ষ দর্শক ধরবে বলে জানা গেছে।
এখন ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সেখানে ১ লক্ষ ৩০ হাজার দর্শক খেলা দেখতে পারেন। মুম্বাইয়ের এই স্টেডিয়াম তৈরি হলে সেটি হবে দেশটির দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম।